Find the Way to express a number by Consecutive Sum of integers

 একদম সোজা ।

কোন একটা নাম্বার কে কত ভাবে ধারাবাহিক নাম্বারের যোগফল দ্বারা বের করা যায় তা জানতে হলে আগে ওই নাম্বারের প্রাইম ফেক্টোরাইজেশন করতে হবে পরে আমরা সেখান থেকে বেজোড় প্রাইম ফেক্টর গুলুর পাওয়ারের যোগ করলেই বলতে পারব ।

যেমন ১২ এর প্রাইম ফেক্টর গুলু হচ্ছে, ১২=২*২*৩;
এখানে বেজোড় প্রাইম ফেক্টর  কেবল ৩, যার পাওয়ার ১;
সুতরাং , আমাদের Way হচ্ছে = ১+০ = ১;

কিন্তু কথা হচ্ছে, যেহেতু সকল নাম্বারের একটা কমন ডিভিজর হল ১ এবং সেইসাথে যেহেতু ১ একটি বেজোড় নাম্বার, সেহেতু আমরা আমাদের আগের প্রাপ্ত মানের সাথে ১ যোগ করে দেব । 

So, the Way is = ১+(১) = ২;

আবার, ৯=৩^১*৩^১;
সুতরাং হবার কথা ১+১=২;
যেহেতু ১ সকল নাম্বারের ডিভিজর এবং বেজোড় নাম্বার সো Way হবে = ২+ (১) = ৩;

এবার কোডটা নিজে নিজে করে ফেলুন । আমি যদি প্রাইম নাম্বার কিংবা প্রাইম ফেক্টর বের করতে জানেন তাহলে এর কোড করা আপনার জন্য কোন ব্যাপার না ।

তবু নিচে কোডের লিঙ্ক টা দিয়ে দিলাম ... কোন প্রবলেমে না পড়া পর্যন্ত দেখবেন না আশা করি । 

বিঃদ্রঃ আগে নিজে চেষ্টা করুন, না পারলে কোড দেখে এনালাইসিস করে নিজের মত করে করুন । কখনও কারো কোড কপি পেস্ট করে সাবমিট করবেন না । )

কোডের জন্যঃঃ  Uva 10290

Comments

Popular posts from this blog

Almost Prime Numbers

Seieve of Eratosthenes

Euler's totient function